মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে নলডাঙ্গা থানা পুলিশের আনন্দ উদযাপন

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে নলডাঙ্গা থানা পুলিশের আনন্দ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলার নলডাঙ্গা থানা পুলিশ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার, ভাইস-চেয়ারম্যান আব্দুল আলীম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

সন্ধ্যার পরে নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …