নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে বাংলাদেশ আর্মি উনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এই উপলক্ষে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান এবং জব ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়র জেনারেল মো. মিজানুজ্জামান। এরপর কেক কেটে, বাউয়েট প্লাজার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয় এর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হোসেন, পিএসসি(অব:), সহ রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদ এর ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ উপদেষ্টা সহ প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ার এ বিভিন্ন কোম্পানী এর মধ্যে বিডি জবস, ব্র্যাক ক্যারিয়ার সেন্টার, নিটোল নিলয় গ্রুপ, এনআরবিসি ব্যাংক সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি অংশগ্রহণ করে।