সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাংলাদেশ আগামী ১ মাসের মধ্যে শ্রীলঙ্কায় পরিণত হবে-দুলু

বাংলাদেশ আগামী ১ মাসের মধ্যে শ্রীলঙ্কায় পরিণত হবে-দুলু


নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আগামী ১ মাসের মধ্যে শ্রীলঙ্কায় পরিণত হবে”-নাটোরে বড়াইগ্রাম পৌর জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি আরো জানান দেশে কুইক রেন্টাল এর নামে উইক বিদ্যুৎ দিয়ে এখন আর দিতে পারছে না সরকার। আজ ২৩ জুলাই শনিবার বেলা এগারোটার দিকে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম শরিফুল হক মুক্তার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসাহাক আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …