রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশে তৈরি নকিয়ার স্মার্টফোন এখন বাজারে

বাংলাদেশে তৈরি নকিয়ার স্মার্টফোন এখন বাজারে

নিউজ ডেস্ক:
বাংলাদেশে তৈরি নকিয়া মোবাইলের ‘জি’ সিরিজের দুটি মডেল জি-১০ ও জি-২০ বাজারে এনেছে এইচএমডি গ্লোবাল বাংলাদেশ। দুটি সেটই গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির একটি কারখানায় তৈরি করা। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ভাইব্রেন্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ বাংলাদেশের সমন্বয়ে গঠিত ‘ভাইব্রেন্ট সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেড নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন বাংলাদেশে তৈরির জন্য প্রথম কারখানা স্থাপন করেছে।\হগতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘বাংলাদেশে তৈরি’ নোকিয়া ফোনের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এইচএমডি গ্লোবালের জেনারেল ম্যানেজার (প্যান এশিয়া) রাভি কুনওয়ার বলেন, ‘বাংলাদেশে কারখানা স্থাপন ও সংযোজিত হ্যান্ডসেটের উন্মোচন আমাদের যাত্রার একটি মাইলফলক।’ অনুষ্ঠানে জানানো হয়, নোকিয়া জি-১০ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৯৯ টাকা। জি-২০ এর দাম ১৪,৯৯৯ টাকা।

ইউনিয়ন গ্রুপের পরিচালক আলভী রানা বলেন, বাংলাদেশে তৈরি হ্যান্ডসেট ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পাবে এবং এ দেশের স্মার্টফোন মার্কেটে নোকিয়ার মার্কেট শেয়ার বাড়াতে সাহায্য করবে।

আরও দেখুন

মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …