বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / শিরোনাম / বাংলাদেশে গণমাধ্যম শক্তিশালী এবং স্বাধিন – পলক

বাংলাদেশে গণমাধ্যম শক্তিশালী এবং স্বাধিন – পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়া মডেল প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি উদযাপন নাটোরের সিংড়ায় বন্যাঢ আয়োজনে সিংড়া মডেল প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি দুপুরে অনলাইনে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম শক্তিশালী ও স্বাধান। গণমাধ্যম যতো বেশি শক্তিশালী হবে ন্যায় শাসন ততো প্রতিষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যম কে স্বাধিনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন, যা বিশ্বের অনন্যা দেশে নাই। বাংলাদেশে গণমাধ্যম শক্তিশালী জন্য ন্যায় শাসন প্রতিষ্ঠিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং প্রশিক্ষনের উপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে, কারো বিরুদ্ধে অযৌক্তিক সংবাদ পরিবেশনে দায়িত্বশীল হতে হবে। কারন সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। কোনো সংবাদ পরিবেশন হলে তা জনগন বিবেচনা করে। তিনি মডেল প্রেসক্লাবের সফলতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য জামিল আকতার মডেল প্রেসক্লাব সাংবাদিকদের সাহসিকতা, সততা এবং দক্ষতা তুলে ধরে তাদের সফলতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সিংড়া থানার ওসি তদন্ত সেলিম রেজা। আরো বক্তব্য রাখেন, নাটোর ইউনাটেড প্রেসক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, নন্দ্রীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব আলম বাবু।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মাওলানা রুহল আমিন, বিলহালতি ত্রিমোহনী কলেজের উপাধ্যক্ষ গোলাম সারোয়ার, উত্তরবঙ্গ মিডিয়া হাউজের চেয়ারম্যান মুহম্মদ কামরুল ইসলাম, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারী, চামারী ইউনিয়ন আওয়ামীলীগের সসভাপতি রবিউল করিম, ট্র্যাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব রোজ, দীপ মেডিকেলের পরিচালক ডা: ফারজানা সহ সূধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ জুলহাস কায়েম।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …