রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি -মি. প্রণয় ভার্মা

বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি -মি. প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি”- ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন দরখাস্ত ভারতীয় হাই কমিশনার মি. প্রণয় ভার্মা। ২৫ জানুয়ারি রোববার ঢাকায় একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজনে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং বাংলাদেশের সরকারের পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক মাননীয় উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মূল বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের সরকার, সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং কূটনৈতিক অঙ্গনের সদস্যগণ এই উদ্‌যাপনে অংশগ্রহণ করেন। হাই কমিশনার তাঁর বক্তব্যে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা ব্যক্ত করেন।

আরও দেখুন

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর

ভাঙচুর নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষকে তুমুল মারপিটের পর বরকে বাসর ঘর …