শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশের প্রশংসা করলেন ভলকান

বাংলাদেশের প্রশংসা করলেন ভলকান

নিউজ ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলকান ভজকির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকাল ৯টায় তিনি আকাশ পথে কক্সবাজারে আসেন। তারপর যান উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানান, তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে

বৈঠকে মিলিত হন। এ সময় তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নানা সমস্যার কথা শুনেন। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

এ সময় ভজকির রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি বালুখালী-৮ ডব্লিউ ক্যাম্পের ওয়াচ টাউয়ার থেকে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এর পর যান বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯-এ। সেখানে রোহিঙ্গাদের জন্য তুরস্ক সরকার পরিচালিত ২২ মার্চের অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত তুর্কি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে পুনর্নির্মিত হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন বলে জানান বাংলাদেশের কর্মকর্তারা।

পররাষ্ট্র সচিব শাব্বির আহমেদ চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এ সময় উপস্থিত ছিলেন।

২০১৮ সালে জাতিসংঘের মহাসচিবের পর সাধারণ পরিষদের সভাপতির এ সফর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে বিশ্বসম্প্রদায়ের মনোযোগ আকর্ষণেও এ সফর ভূমিকা রাখবে বলে অভিমত বিশ্লেষকদের।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …