নিজস্ব প্রতিবেদক:
পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ, এবং বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে জেলা পর্যায়ে অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন নাটোরের সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, জেলার সরকারি কর্মকর্তাগণ, জেলা পর্যটন বিষয়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ নাটোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় নাটোর জেলার পর্যটনের সম্ভাবনা ও ঝুঁকি এবং কোভিড-১৯ উত্তর পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়া সহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নীড় পাতা / অন্যান্য / বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে জেলা পর্যায়ে অনলাইন কর্মশালা
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …