শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশের অসামান্য অগ্রগতিতে ফরাসি রাষ্ট্রদূতের প্রশংসা

বাংলাদেশের অসামান্য অগ্রগতিতে ফরাসি রাষ্ট্রদূতের প্রশংসা

বাংলাদেশের অবিচল এবং অসামান্য উন্নয়নের প্রশংসা করে নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসডুপুই বলেছেন, এই উন্নয়ন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যকে সমর্থন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। খবর বাসসের

বৈঠকে তারা বিমান চলাচল, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিবেশ বান্ধব জ্বালানি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন।

ড. মোমেন ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন এবং আঁন্দ্রে, মালরাঁর মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …