শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশী শ্রমিকদের জন্য দুয়ার খুলল দ. কোরিয়া

বাংলাদেশী শ্রমিকদের জন্য দুয়ার খুলল দ. কোরিয়া

নিউজ ডেস্ক:
করোনা মহামারী পরিস্থিতিতে ২০২০ সালের জুন মাসে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের জন্য দক্ষিণ কোরিয়ায় প্রবেশ স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দেশটি। প্রবাসী শ্রমিকরা এখন পুনরায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করতে পারবেন। 

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং গুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান। মঙ্গলবার ঢাকার কোরিয়ার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর বাংলানিউজের।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান। কোরিয়ায় যাওয়া বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ কেইস পাওয়া গেছে। সেজন্য যারা দেশটিতে ভ্রমণ করবে তাদের টিকাদানসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন রাষ্ট্রদূত।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …