শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক

বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক পদের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী। যুক্তরাষ্ট্রের সিনেট মেজরিটি লিডার চাক শুমার গত বুধবার নুসরাত চৌধুরীসহ তিন নারীকে বিচারক পদে নেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনের কাছে মনোনয়ন পাঠান। প্রেসিডেন্ট বাইডেন ওই মনোনয়ন গ্রহণ করলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় আমেরিকান মুসলিম ফেডারেল বিচারক। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারব্যবস্থায় বিচারক হিসেবে নিয়োগ পাননি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘বাংলাদেশি-আমেরিকান’ নুসরাত চৌধুরীসহ মনোনীত অপর দুই নারী নাগরিক অধিকারবিষয়ক মামলায় অভিজ্ঞ। তাঁদের নিউ ইয়র্কে ফেডারেল বিচারিক হিসেবে মনোনায়ন দেওয়া হয়েছে।

৪৪ বছর বয়সী নুসরাত চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়নের আইনি পরিচালক। তিনি ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পেলে তাঁর কর্মক্ষেত্র হবে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে।

নুসরাত চৌধুরীকে মনোনয়ন দেওয়া নিউ ইয়র্কের সিনেটর চাক শুমার যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের প্রভাবশালী নেতা। প্রেসিডেন্ট বাইডেন অভ্যন্তরীণ ইস্যুতে প্রায়ই সিনেটর চাক শুমারসহ অন্য জ্যেষ্ঠ ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের পরামর্শ ও সুপারিশ গ্রহণ করেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …