রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / বাংলাদেশিদের ভিসা দেয়ায় বিশ্ব রেকর্ড করেছে ভারত

বাংলাদেশিদের ভিসা দেয়ায় বিশ্ব রেকর্ড করেছে ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, গত বছর ১৫ লাখের বেশি বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেয়া হয়েছে। তিনি জানান, ভিসা দেয়ার ক্ষেত্রে সারা বিশ্বে এটি রেকর্ড। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) দ্বিতীয় প্রান্তিকের মধ্যাহ্নভোজ সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারতীয় দূত।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা এলে ভিসার বিষয়টি চলে আসে। ব্যবসায়ীরাও ভিসা নিয়ে অনেক সময় কথা বলে থাকেন। তারা ভিসা পাচ্ছেন না, এমন কিন্তু হচ্ছে না। তবে আরো দ্রুত ও সহজে ভিসা দেয়ার চেষ্টা করা হচ্ছে। প্রণয় ভার্মা বলেন, ভিসাকেন্দ্রের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। গত বছর বাংলাদেশিদের জন্য ১৫ লাখের বেশি ভারতীয় ভিসা দেয়া হয়েছে, যা ভিসা দেয়ার ক্ষেত্রে সারা বিশ্বে একটি রেকর্ড।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হয়েছে। ফলে দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক সম্পর্কও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, গত পাঁচ বছরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণেরও বেশি হয়েছে এবং ভারতে বাংলাদেশের রপ্তানি এখন প্রথমবারের মতো ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তিনি দুই দেশের মধ্যে উন্নত যোগাযোগ এবং বাণিজ্য অবকাঠামো আরো উন্নত করার আহ্বান জানান। এছাড়া পেট্রাপোল-বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্টে যানজট কমানোর জন্য আন্তঃসীমান্ত রেলওয়ে অবকাঠামো উন্নত করতে নানা পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান। প্রণয় ভার্মা স্থলবন্দরে অবকাঠামো বাড়ানো এবং স্থলবন্দরের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন।

বৈঠকে এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে (সিইপিএ) ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে যাবে। ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করতে পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

আরও দেখুন

সুইজ কন্ট্রাক্ট প্রতিনিধিদের সাথে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:সুইজ কন্ট্রাক্ট প্রতিনিধিদের সাথে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার  অফ কমার্সের মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল …