রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশসহ ছয় দেশ থেকে সিঙ্গাপুরে প্রবেশে বাধা উঠছে

বাংলাদেশসহ ছয় দেশ থেকে সিঙ্গাপুরে প্রবেশে বাধা উঠছে

নিউজ ডেস্ক:
করোনা মহামারির কারণে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে সিঙ্গাপুর। গতকাল শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশসহ ছয়টি দেশ থেকে ভ্রমণকারীদের সিঙ্গাপুরে প্রবেশে আর বাধা থাকছে না। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান।  

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, করোনা মহামারির কারণে উল্লিখিত ছয়টি দেশ থেকে কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারতেন না। এমনকি এসব দেশে অবস্থান কিংবা ট্রানজিটের ১৪ দিনের মধ্যে ভ্রমণকারীদের সিঙ্গাপুরে প্রবেশ নিষিদ্ধ ছিল। এসব দেশ থেকে কেউ সিঙ্গাপুর হয়ে অন্য দেশে যেতে পারতেন না। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে ২৬ অক্টোবর থেকে বিদ্যমান এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

সিঙ্গাপুরে ভ্রমণের ক্ষেত্রে এসব দেশ এখন থেকে ক্যাটাগরি–৪–এর অন্তর্ভুক্ত হবে। ক্যাটাগরি ২ (করোনার টিকাবিহীন ভ্রমণকারী), ৩ ও ৪–এর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে যাওয়া ভ্রমণকারীদের সিঙ্গাপুরে পৌঁছে করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে না।

বরং ১০ দিনের প্রাতিষ্ঠানিক কিংবা হোম কোয়ারেন্টিন শেষে পিসিআর পরীক্ষা করালেই হবে।

এদিকে আগামী ১ নভেম্বর থেকে বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের সিঙ্গাপুরে প্রবেশের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। তবে এ ক্ষেত্রে তাঁদের অবশ্যই করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে।

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …