শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৫ কোটি মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। এ ছাড়া করোনা সঙ্কট মোকাবিলায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৮ লাখ ডলার মূল্যমানের টেস্ট কিট এবং অন্য সরঞ্জাম অনুদান দেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, এক্সিম ব্যাংক কোরিয়া পরিচালিত উন্নয়নশীল দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করার জন্য একটি অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল
 
(ইডিসিএফ) থেকে এই ঋণ সরবরাহ করা হবে। তবে ঋণের সুদ এখনও জানানো হয়নি। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে ঋণের পরিমাণ কম হবে। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া ২৪টি প্রকল্পের জন্য ইডিসিএফ সরবরাহ করেছে ১.১৪ বিলিয়ন ডলার। এ খাতে দ্বিতীয় বৃহত্তম প্রাপক দেশ বাংলাদেশ।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …