নিউজ ডেস্ক:
করোনা সংকট মোকাবিলাসহ নানা খাতের উন্নয়নে বাংলাদেশকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ক্রমাগত ইতিবাচক এয়ারওয়ে চাপ (সিপিএপি) থেরাপি এবং ব্ল-লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার (বিআইপিএপি) ইত্যাদি সরঞ্জাম কেনা হবে। মূলত করোনা সংকটে বাংলাদেশের হাসপাতালের সক্ষমতা বাড়াতে এসব আধুনিক সরঞ্জাম কেনা হবে। গত শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ ও আইডিবির মধ্যে অনুদান চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও আইডিবির পক্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার হানি সালেম সোনবোল অনুদান চুক্তিতে সই করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। করোনা সংকট থেকে উত্তোরণে এ অনুদান বাংলাদেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। আইটিএফসি বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। তারা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে পাশে রয়েছে। পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে আইটিএফসি সব সময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে।