সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশকে বার্ষিক ১৩০টি বৃত্তি দেবে হাঙ্গেরি

বাংলাদেশকে বার্ষিক ১৩০টি বৃত্তি দেবে হাঙ্গেরি

নিউজ ডেস্ক:
আগামী তিন বছরের জন্য স্নাতক, স্নাতকোওর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য বার্ষিক ১৩০ জন বাংলাদেশি ছাত্রছাত্রীকে পূর্ণ বৃত্তি দেবে হাঙ্গেরি। এই বৃত্তির মধ্যে ১০০টি সাধারণ এবং ৩০টি নিউক্লিয়ার এনারজেটিকস বিষয়ে পড়াশোনার জন্য।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে বৃহস্পতিবার বুদাপেস্টে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্স্নোভেনিয়া ও স্স্নোভাকিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, আর হাঙ্গেরির পক্ষে সে দেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কূটনীতিক একাডেমি বিষয়ক স্টেট সেক্রেটারি ডা. ওরসুলইয়া প্যাকসে-টমাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ভিয়েনায় বাংলাদেশ দূতবাসের মিনিস্টার ও মিশন উপপ্রধান রাহাত বিন জামান এবং বুদাপেস্টে বাংলাদেশ অনারারি কনসাল ড. গ্রেগ পাতাকি উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরের লালপুরে ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,, নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। …