শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ টিকা দিয়েছে মালদ্বীপ

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ টিকা দিয়েছে মালদ্বীপ

নিউজ ডেস্ক:
বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ এক হাজার ৬০০ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার হিসেবে দিয়েছে মালদ্বীপ। টিকাগুলো শুক্রবার (৮ অক্টোবর) কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে।

বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, বুধবার মালদ্বীপ সরকার বাংলাদেশকে শুভেচ্ছা নিদর্শন হিসেবে দুই লাখ এক হাজার ৬০০ ডোজ করোনাভাইরাসের টিকা হস্তান্তর করেছে। 

এ নিয়ে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র সই হয়। 

মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তর করা উপহারের এসব টিকা শুক্রবার কাতার এয়ারওয়েজের ফ্লাইট যোগে দোহা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …