সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / বর্তমান অবৈধ সরকারকে সরিয়ে জবাবদিহিমুলক সরকার গঠনের জন্য সারা দেশে এক দফা আন্দোলনে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহনের আহবানের অংশ হিসেবে আজকে এই সভা নাটোরে -বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলু

বর্তমান অবৈধ সরকারকে সরিয়ে জবাবদিহিমুলক সরকার গঠনের জন্য সারা দেশে এক দফা আন্দোলনে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহনের আহবানের অংশ হিসেবে আজকে এই সভা নাটোরে -বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলু

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আগামী ২৪ ডিসেম্বর বর্তমান অবৈধ সরকারকে সরিয়ে জবাবদিহিমুলক সরকার গঠনের জন্য সারা দেশে এক দফা আন্দোলনে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহনের আহবান জানানো হয়েছিল।

সেই আন্দোলনে অংশগ্রহনের জন্য আজ শনিবার আমরা নাটোরে এই সভায় মিলিত হয়েছি। আপনারা জানেন যে, এই সরকারের বিরুদ্ধে সারা দেশে দশটি মহাসমাবেশের মাধ্যমে এ দেশের মানুষ অনাস্থা এনেছে। এই গণমিছিলের উদ্দেশ্য একটাই এর মাধ্যমে গত ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এ দেশে যে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছিল, মানুষের ওপর নির্যাতন ও অত্যাচার চালিয়েছে সেই সরকারকে সরিয়ে জনগণ যাকে চাইবে তাকে নির্বাচিত করে একটি জবাবদিহিমুলক সরকার গঠন করবে।

” তিনি আজ শনিবার শহরের আলাইপুরস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব বক্তব্য রাখেন। জেলা বিএনপি’র আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় জেলার ও সকল উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …