নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বর্ণহীন ঈদ উদযাপন হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণে বিশ্ব যখন টাল মাটাল তখন ধর্মীয় উৎসবও পালিত হচ্ছে শুধু আনুষ্ঠানিকতায়। আগের দিন থেকে পটকা এবং আতশবাজি নেই। নেই লাউড স্পিকারে কান ফাটানো শব্দ। নেই জটলা করে কোমল পানীয় খাওয়ার ধুম। নামাজের পরে সৌহার্দ্য বিনিময়ের কোলাকুলি। এবাড়ি ও বাড়ি গিয়ে খাওয়া-দাওয়াও সীমিত। এরই মধ্যে সোমবার সকাল সাতটার দিকে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান এবং প্রথম জামাত অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করেন। কেন্দ্রীয় মসজিদের প্রথম জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অপরদিকে কান্দিভিটুয়া জামে মসজিদে নামাজ আদায় করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।এছাড়াও শহরের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।