নিজস্ব প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় বয়স্কভাতার কার্ড করে দেয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সুলতান আহমেদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে লিখিত করেছেন।অভিযোগে জানা যায়, ছাতারদিঘী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সুলতান আহমেদ বয়স্ক ভাতা কার্ড করে দেয়ার কথা বলে করচমারিয়ায় গ্রামের নিজাম মোল্লার কাছ থেকে ২ হাজার টাকা, হাফিজা বেগমের কাছ থেকে ৩৫০০ টাকা, আব্দুল জলিলের কাছ থেকে ২ হাজার টাকা, সাইফুল ফকিরের কাছ থেকে ৪২০০ টাকা, দামকুড়ি গ্রামের আকবরের কাছ থেকে ৩ হাজার, ছামাদ ফকিরের কাছ থেকে ২৫০০ টাকা, বাবু ফকিরের কাছ থেকে ২২০০ টাকা, সাইদ ফকিরের কাছ থেকে ৫ হাজার টাকা নেয়। কিন্তু তাদের কাউকে কার্ড না দিয়ে ঐ টাকা আত্নসাৎ করেছেন। এ বিষয়ে ইউপি সদস্য সুলতান আহমেদ বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি, সত্যতা পাইনি।উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, এ বিষয়ে প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …