বৃহস্পতিবার , মার্চ ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বন্যা, গুজব ও ডেঙ্গু বিষয়ে তথ্য অধিদফতরের মিডিয়া সেল

বন্যা, গুজব ও ডেঙ্গু বিষয়ে তথ্য অধিদফতরের মিডিয়া সেল

দেশের বন্যা পরিস্থিতি, গুজব ও ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে মিডিয়া সেল চালু করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে তথ্য অধিদফতরে স্থাপিত এ মিডিয়া সেল সার্বক্ষণিক চালু রয়েছে।

বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও আশ্রয় কার্যক্রম নিয়ে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমে জরুরি ভিত্তিতে সংবাদ সরবরাহের সুবিধার্থে এই মিডিয়া সেল চালু করা হয়েছে।

এছাড়া বিভিন্ন গুজব থেকে সতর্ক থাকার জন্য জনসাধারণকে সচেতন করা এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে তথ্য উপাত্ত সব মিডিয়াতে প্রচার করা হচ্ছে।

এসব বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য নিম্নলিখিত টেলিফোন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

তথ্য অধিদফতর: টেলিফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল: [email protected] এবং ওয়েবসাইট: www.pressinform.gov.bd।

আরও দেখুন

“ বৈশ্বিক এই সংকটের জন্যে আমরা দায়ী নই, কিন্তু আমরা ভুক্তভোগী”- প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,“বিগত বছরগুলোতে করোনা মহামারীর …