বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বন্যার্তদের সহযোগিতার জন্য নাটোরের তহবিল সংগ্রহ

বন্যার্তদের সহযোগিতার জন্য নাটোরের তহবিল সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক:  দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে নাটোরে অর্থ সংগ্রহ করছেন ‘টুয়েন্টি টাকা ফাউন্ডেশন’ নামের একটি যুবক কিশোর দল। গতকাল ও আজ সদর উপজেলার মদনহাট এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেন তারা। টুয়েন্টি টাকা ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা সোহেল রানা জানান গতকাল এবং আজ সংগৃহীত তহবিল সংগ্রহ করে বন্যার্ত এলাকায় চলে যাবেন তারা। এই অর্থ নগদ সহায়তা দিবেন অথবা শুকনা খাদ্য সামগ্রী কিনে সেগুলো বিতরণ করবেন এই বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য এই টুয়েন্টি টাকা ফাউন্ডেশন সারা বছর বিভিন্ন দুর্যোগ মুহূর্তে অর্থ সংগ্রহ করে আক্রান্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ বিতরণ করেন।

আরও দেখুন

নাটোরে শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের ৪৪ বছর কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক: নাটোরে শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় মোঃ সেলিম, মোঃ শরীফ এবং মনির …