নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে নাটোরে অর্থ সংগ্রহ করছেন ‘টুয়েন্টি টাকা ফাউন্ডেশন’ নামের একটি যুবক কিশোর দল। গতকাল ও আজ সদর উপজেলার মদনহাট এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেন তারা। টুয়েন্টি টাকা ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা সোহেল রানা জানান গতকাল এবং আজ সংগৃহীত তহবিল সংগ্রহ করে বন্যার্ত এলাকায় চলে যাবেন তারা। এই অর্থ নগদ সহায়তা দিবেন অথবা শুকনা খাদ্য সামগ্রী কিনে সেগুলো বিতরণ করবেন এই বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য এই টুয়েন্টি টাকা ফাউন্ডেশন সারা বছর বিভিন্ন দুর্যোগ মুহূর্তে অর্থ সংগ্রহ করে আক্রান্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ বিতরণ করেন।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …