রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / বন্যার্তদের খাদ্য সহায়তায় গুরুদাসপুর থানা পুলিশ

বন্যার্তদের খাদ্য সহায়তায় গুরুদাসপুর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে থানা পুলিশের উদ্যোগে চলনবিল অধ্যষিত এলাকায় নৌকাযোগে বানভাসী পানিবন্দী তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনশত পরিবারের খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি প্যাকেটে ১কেজি চাউল ১কেজি ডাল ও ১কেজি আলুসহ পাশাপাশি রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ মো.মোজাহারুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যগণ।

নাটোর জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে গুরুদাসপুর চলনবিল অধ্যষিত হরদমা এলাকার বানভাসী পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি দ্রুত পানি নেমে যাবে এবং পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর এই দুর্যোগ দীর্ঘ স্থায়ী হলে আমাদের এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …