রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌর পরিষদের বর্ষপূর্তিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বনপাড়া পৌর পরিষদের বর্ষপূর্তিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার তৃতীয় নির্বাচিত পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর মিলনায়তনে গত তিন বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন পৌর মেয়র কেএম জাকির হোসেন। এ

এ সময় তিনি বলেন, আমার পিতা শহীদ ডা. আইনুল হক মানুষকে ভালবেসে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মানুষকে ভালবাসার কারণেই তাকে নির্মমভাবে খুন হতে হয়েছে। আমিও মানুষকে ভালবেসে, মানুষকে সেবা প্রদানের মধ্য দিয়ে আমার বাকী জীবন কাটিয়ে দিতে চাই।

পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, শিক্ষক, এনজিও, ব্যবসায়ী, পৌর কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় ইমাম।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …