বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বনপাড়া পৌর কাউন্সিলর হেলালের মৃত্যুতে স্মরণ সভা

বনপাড়া পৌর কাউন্সিলর হেলালের মৃত্যুতে স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম হেলালের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় পৌর মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন। সভায় পৌর কাউন্সিলর বোরহানউদ্দিন ভূঁইয়া, শহীদুল ইসলাম, মোহিত কুমার সরকার, আতাউর রহমান মৃধা ও শরীফুন্নেছা শিরীন, পৌর সচিব আব্দুল হাই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান আহমেদ, মরহুম হেলালের ছোট ভাই ব্যবসায়ী সাহাবুল আলম ও পৌর কর্মচারী আকুল হোসেন মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।

পরে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। উল্লেখ্য, ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গত ৮ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর জাহাঙ্গীর আলম হেলাল (৫৬) মারা যান।

আরও দেখুন

হিলিতে চাল আমদানি স্বাভাবিক ও নতুন চাল বাজারেএলেও কমছে না দাম।

নিজস্ব প্রতিবেদক হি,লি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে।এই ভরা মৌসুমে …