মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বনপাড়া পৌরসভায় ৬ শ’ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বনপাড়া পৌরসভায় ৬ শ’ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় করোনা ভাইরাসের প্রভাবে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকা ছয়শ’ জন সেলুন কর্মী, চা বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বনপাড়া বাড ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পৌর মেয়র অধ্যাপক কে এম জাকির হোসেন ৪৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া কলি, বাড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম মৃধা উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক …………… নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের …