নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় পাঁকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন এর উদ্বোধন করেন।
গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ১০ নম্বর ওয়ার্ডে ৬০ লাখ ২৮ হাজার ৬৫৪ টাকা ব্যয়ে কালিকাপুর খালেক কাউন্টার থেকে আতাউরের বাড়ী পর্যন্ত পর্যন্ত ১ দশমিক ৭০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদৎ হোসেন, সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহীন, শরিফুল ইসলাম সৈকত, ছাত্রলীগ সম্পাদক আতিকুর রহমান পিয়াসসহ স্থাণীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কাজটি বাস্তবায়ন করবেন মেসার্স লাম-মীম কন্সট্রাকশন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …