বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌরসভায় বড়দিন উপলক্ষ্যে খ্রীস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

বনপাড়া পৌরসভায় বড়দিন উপলক্ষ্যে খ্রীস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্দ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর মিলনায়তনে খ্রীস্টান নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেয়র কেএম জাকির হোসেন।

সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় সভায় বনপাড়া ধর্মপল্লীর প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি রতন পেরেরা, সাধারণ সম্পাদক শান্ত পালমা, খিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত রোজারিও, সাধারণ সম্পাদক শিল্পী ক্রুশ, পৌর কাউন্সিলর আতাউর রহমান মৃধা এবং মোহিত কুমার সরকার বক্তব্য রাখেন। সভায় মেয়র কেএম জাকির হোসেন খ্রিষ্ট সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …