নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, মন্দিরগুলোতে আর্থিক অনুদান ও পুরোহিতদের সম্মানী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে আয়োজিত সভায় মেয়র কেএম জাকির হোসেন এসব অনুদান বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ সাহা, সম্পাদক গোপাল কুমার দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুন্নেসা শিরীন বক্তব্য রাখেন।
সভায় পৌর এলাকার সাতটি মন্দির ও এসব মন্দিরের পুরোহিতদেরকে পৌর তহবিল থেকে আর্থিক অনুদান ও সম্মানী দেয়া হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …