নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় দুটি পাঁকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন এর উদ্বোধন করেন।
গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ২ নম্বর ওয়ার্ডে ৫০ লাখ ৮৩ হাজার ১৪৪ টাকা ব্যয়ে মালিপাড়া রোডের কাসেমের বাড়ি হতে গোয়ালপাড়া মহরমের বাড়ি পর্যন্ত শূন্য দশমিক ৫৭৩ কিলোমিটার ও ২৮ লাখ ৫৯ হাজার ১৪৭ টাকা ব্যয়ে সাগরের দোকান হতে বেঞ্জামিনের বাড়ী পর্যন্ত শূন্য দশমিক ৩৮০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সোনাভান, কাউন্সিলর আতাউর রহমান মৃধা, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাসহ স্থাণীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কাজটি বাস্তবায়ন করবেন মেসার্স সুমন ট্রেডার্স।
আরও দেখুন
নাটোরের মহাশ্মশানে হত্যাকান্ডের ঘটনায় এক যুবক চট্রগ্রাম থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও সেবাইত তরুন দাস হত্যাকান্ডের ঘটনায় সবুজ হোসেন …