শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বনপাড়া পৌরসভায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

বনপাড়া পৌরসভায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে ‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার পৌর সভাকক্ষে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, বোরহান উদ্দিন, মোহিত কুমার সরকার, শরিফুন্নেসা শিরিন ও মোস্তাফিজুর রহমান মাসুদ বক্তব্য রাখেন।

এর আগে মেয়র কেএম জাকির হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …