নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে করোনা মোকাবেলায় দুইশ’টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার, ডেটল সাবান, মাস্ক, হ্যান্ড গেøাভস, ফিনাইল ও ব্লিচিং পাউডার তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান মৃধা, শরিফুন্নেসা শিরিন ও মোস্তাফিজুর রহমান মাসুদ উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে সচেতন থাকাসহ সরকারের পাশাপাশি সমাজের অবস্থাসম্পন্ন ব্যাক্তিদেরকে করোনার প্রভাবে কর্মহীন দুস্থদের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান।
আরও দেখুন
নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …