রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌরসভায় ওএমএস’র চাউল ও ময়দা ন্যায্যমুল্যে বিতরনের উদ্বোধন

বনপাড়া পৌরসভায় ওএমএস’র চাউল ও ময়দা ন্যায্যমুল্যে বিতরনের উদ্বোধন

দেলোয়ার হোসেন:
নাটোর জেলার বনপাড়া পৌরসভার ৪জন ডিলারের মাধ্যমে ওএমএসের ন্যায্যমূল্যের চাউল বিতরনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- কমিশনার আতাউর রহমান, শিরিন আক্তার, আফরোজা পারভীন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমুখ।

এ কার্যক্রমে প্রতিজন ৩০টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ১৮ টাকা কেজি দরে ৫ কেজি ময়দা পাবে। প্রত্যেক ডিলারের জন্য বরাদ্ধ দেড় টন চাউল এবং ১ টন ময়দা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …