সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌরসভায় ঈমামদের সম্মানী বিতরণ

বনপাড়া পৌরসভায় ঈমামদের সম্মানী বিতরণ

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
নাটোরের বনপাড়া পৌরসভায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার সকল ঈদগাহ ময়দান ও মসজিদের ঈমাম-মোয়াজ্জিন এবং খতিবদের মাঝে অনুদান ও সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র কেএম জাকির হোসেন সংশ্লিষ্টদের হাতে ওই সম্মানীর টাকা তুলে দেন।

পৌর মিলনায়তনে পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ভ‚ইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ১৭ জন খতিব কে ২৫ হাজার ৫০০ টাকা, ৫০ জন ঈমামকে ৭৫ হাজার টাকা, ৪৫ জন মোয়াজ্জিনকে ৪৫ হাজার টাকা, ২৬টি ঈদগাহ মাঠে ৭৮ হাজার টাকাএবং পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, দুলাল হোসেন, ঈমাম কল্যান সিমিতির সভাপতি অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন প্রমূখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …