নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে পৌর এলাকার খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে সম্মানীভাতার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বনপাড়া পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন ৪৫ জন ইমাম ও এগারো জন খতিবকে জনপ্রতি ১২শ’ টাকা এবং ৩৭ জন মোয়াজ্জিনকে ৭ শ’ টাকা করে মোট ৯৩ হাজার একশ’ টাকার চেক প্রদান করেন। উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর সচিব আব্দুল হাই, বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোয়াজ্জেম হোসাইন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ আমিনুল ইসলাম আরব, কাউন্সিলর আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মাসুদ এবং হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …