নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টম্যান্ট এন্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার বনপাড়া নতুন বাজারের আজাদ কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
ব্যাংকের পাবনা শাখার ম্যানেজার (অপারেশন) রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ইউএনও মারিয়াম খাতুন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও বনপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, লালপুর ও বনপাড়া উপশাখার ইনচার্জ যথাক্রমে কামরুল ইসলাম ও আসাদুল্লাহ আল গালিব বক্তব্য রাখেন।
এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …