সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পৌরবার্তা / বনপাড়া পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

বনপাড়া পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২১-২০২২ অর্থ বছরের ৫০ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে সচিব আব্দুল হাই এ বাজেট পেশ করেন।

অনুষ্ঠানে উপেজলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, আতাউর রহমান মৃধা ও শরীফুন্নেসা শিরীন বক্তব্য রাখেন।

এতে অন্যান্যের মধ্যে সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, হিসাবরক্ষক মামুনুর রশীদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …