নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামের পাঁচবাড়িয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাডগ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া জাহেদা হাসপাতালের উদ্যোগে রোববার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. জাহেদুল ইসলাম প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দেন। একই সঙ্গে শিশু বাদে অবশিষ্ট রোগীদের ব্লাডগ্রুপিং করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে জাহেদা হাসপাতালের ম্যানেজার মিলন হোসেন, ল্যাব টেকনেশিয়ান রতন, নার্স শিল্পী ও ওয়ার্ড বয় শামীম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় ডা. জাহেদুল ইসলাম বলেন, আমার জন্মস্থান পাঁচবাড়িয়ার মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতেও একই ভাবে এলাকার দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দেয়ার আন্তরিক প্রচেষ্টা থাকবে।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …