নিজস্ব প্রতিবেদক: নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে খেজুরের গুড়ের কাটুন থেকে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। আটককৃতরা রাজশাহীর চারঘাটের ভায়া ল²ীপুর গ্রামের বছের উদ্দিনের ছেলে আব্দুর রশীদ ও ছারঘাটের বড়বাড়ীয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে শান্ত ইসলাম।
নাটোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। অভিযানকালে রাজশাহীর আড়ানী থেকে ঢাকা গামী জিএম ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এসময় বাসের ছাদে থাকা খেঁজুরের গুড়ের কাটুনের ভিতরে অভিনব কায়দায় রাখা ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং গুড়গুলো জব্দ করা হয়। পরে গুড়ের কাটুনের মালিক মাদক ব্যবসায়ী আব্দুর রশীদ ও শান্ত ইসলামকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …