নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম
শোভাযাত্রা ও আলোচনার সভার মধ্য দিয়ে নাটোরের বনপাড়ায় পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বনপাড়া পৌরসভার সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। এ উপলক্ষে বনপাড়া পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রোধে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এই কর্মসুচি হাতে নেয়া হয়েছে। শুধু মাত্র সরকার বা সরকারি দপ্তর থেকে এই কর্মসূচি পালন করলেই হবে না। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে গ্রাম শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …