বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌর ও দুই ইউপি নির্বাচন তিন চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

বনপাড়া পৌর ও দুই ইউপি নির্বাচন তিন চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা এবং জোয়াড়ী ও মাঝগাঁও ইউপি নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা এসব মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ারুল হক জানান, জোয়াড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল কাদের ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবু ইউনুস আনোয়ার এবং মাঝগাঁও ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বনপাড়া পৌরসভার কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৯ নং ওয়ার্ডে কার্তিক চন্দ্র ও আব্দুল জলিল এবং ৫ নং ওয়ার্ডে আলমগীর হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। জোয়াড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মামুনুর রশীদ ও ৯ নং ওয়ার্ডে রমজান আলী এবং মাঝগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আবুল কালাম আযাদ ও শাহ আলম, ৭ নং ওয়ার্ডে বজলুল হক মোল্লা ও ৯ নং ওয়ার্ডে শামীম উদ্দিন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর বনপাড়া পৌরসভাসহ দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে ৬টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের …