সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

বনপাড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম :

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও তিনটি পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সাড়ে তিন বিঘা জমির উপর আট মাসে এ প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় বরাদ্দ রয়েছে ছয় কোটি টাকা।

উপজেলার কালিকাপুর বেড়পাড়া ডাম্পিং স্টেশনে মঙ্গলবার বেলা ১১ টার দিকে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এ উপলক্ষে বনপাড়া পৌর চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোর এর নির্বাহী প্রকৌশলী মো. নূরুল কবির ভূইয়া, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স সরকারী কলেজের সিনিয়র প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শরিফুন্নেছা শিরিন, বনপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসাইনম, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, মুক্তিযোদ্ধা মমিনুল হক, ব্যাবসায়ী ধীরেন্দ্রনাথ সাহা ও সিনিয়র সাংবাদিক আলহাজ মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …