সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌরসভায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ

বনপাড়া পৌরসভায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ১১৩ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে সম্মানী ভাতা  এবং ২৯ জন সভাপতি/সম্পাদকের মাঝে ঈদগাহ মাঠ সজ্জিতকরণের টাকা বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন তাদের হাতে মোট ২ লাখ ৫০ হাজার ৫০০ টাকা তুলে দেন।

 পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান,হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, বনপাড়া পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসাইন, ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্নান,  দিয়াড়পাড়া ঈদগাহ মাঠের সভাপতি ফুলবার হোসেন ফকির প্রমুখ বক্তব্য রাখেন। 

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …