নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার সকল সড়কে জীবাণু নাশককরণের উদ্বোধন করেছেন মেয়র কেএম জাকির হোসেন। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মোড়ে পিকআপের ভিতর ড্রামভর্তি জীবাণু নাশক পানির ট্যাপ ছেড়ে তিনি এ কাজের উদ্বোধন করেন। করোনা ভাইরাস মোকাবেলায় বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তায় এ জীবাণুনাশক কার্যক্রম প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় মেয়র জাকির সকল পৌর নাগরিককে অপ্রয়োজনে বাড়ির বাইরে না আসার অনুরোধ করেন। পাশাপাশি সরকারী সকল ধরণের নির্দেশ মানার আহ্বান জানান। এছাড়া সাময়িক কর্মহীনদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন, আতাউর রহমান মৃধা, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, সোনাভান বেগম, জাহাঙ্গীর আলম হেলাল, আওয়ামীলীগ নেতা কাজী আবদুল্লাহ, রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক শাকিল আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …