নিজস্ব প্রতিবেদক বনপাড়া,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে ৫ নারীকে আটক করে পুলিশে দিয়েছে আনসার ভিডিপির সদস্য আব্দুল রাজ্জাক। আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে বনপাড়া বাজারে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করার সময় আবদুল রাজ্জাক আনসার বাজারে জনগণের সহাতায় তাদের আটক করে পুলিশে দেয়। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আনসার সদস্য আব্দুর রাজ্জাক জানান, আজ মঙ্গলবার সকালে বনপাড়া বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন কালে এক নারী চিৎকার দিয়ে বলে আমার সোনার চেইন ছিনতাই হয়ে গেল। চিৎকার শুনেই তিনি ধাওয়া দিয়ে জনগণের সহায়তায় ওই ৫ নারীকে আটক করেন। আটক করার পর তাদের কাছ থেকে ছিনতাই হয়ে যাওয়া সোনার চেইনটি উদ্ধার করে তাদের বনপাড়া পৌরসভায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হল হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আব্দুল আউয়াল এর স্ত্রী পারভিন বেগম (৩০), একই এলাকার রমজান আলীর স্ত্রী মোছাঃ মালা (৪৭), মৃত আলমগীরের স্ত্রী কুলসুমা (৪৭), একই এলাকার শাহ আলমের স্ত্রী মোছাঃ মিনা (৫০) এবং ময়মনসিংহ জেলার বদ্রীকান্দি থানার ইটাখোলা গ্রামের শরিফুল ইসলাম এর স্ত্রী নাদিরা খাতুন (২৫)। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সকালে আনসার সদস্য আব্দুর রাজ্জাকের ফোন পেয়ে বনপাড়া বাজারে যান পুলিশ সদস্যরা। সেখানে গিয়ে তারা আটকৃত অভিযুক্ত ৫ নারী ছিনতাইকারিকে ১২ আনা ওজনের সোনার চেইন সহ আটক করে থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে তারা ভাসমান ছিনতাইকারী দলের সদস্য। জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …