রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বনপাড়ায় চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

বনপাড়ায় চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় চারটি প্রতিষ্ঠানকে নানা অভিযোগে ভোক্তা অধিকার ২৫ হাজার ৫ শ টাকা জরিমানা করেছে।

আজ ১৩ জুলাই বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত বনপাড়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ ১৩ জুলাই বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় অবস্থিত শিলা মিষ্টি বাড়ির স্বত্বাধিকারী মোখলেছুর রহমান মুকুলকে মেয়াদোত্তীর্ণ দই বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে ১০ হাজার, একই বাজার এলাকায় অবস্থিত উত্তরা কসমেটিকসের স্বত্বাধিকারী রুবেলকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অভিযোগে ৪ হাজার ৫শ টাকা, একই বাজার এলাকার মেসার্স এআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনিছুর রহমানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অভিযোগে ৫ হাজার এবং একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স মহিউদ্দিন ভেটেরিনারি এন্ড ফিড স্বত্বাধিকারী শামসুদ্দিন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অভিযোগে ৬ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …