সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বদলগাছিতে বিএনপির বিশাল নির্বাচনী পথসভায় অনুষ্ঠিত

বদলগাছিতে বিএনপির বিশাল নির্বাচনী পথসভায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থীর বিশাল নির্বচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সহকারী শিক্ষক জহুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় প্রায় দশ হাজার কর্মী সমর্থক জমায়েত হয়েছিল।

আহসান হাবিব লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল হাদী চৌধুরী টিপু।সভায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি সমাজ সেবক আবু রায়হান গীটার, স্থানীয় ইউপি সদস্য রুস্তম আলী, আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান নুরুন্নবী, মিঠাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মির মহিউদ্দিন আলমগীর সহ স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …