রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াল নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার, মাছ ধরা খলশুন উচ্ছেদ

বড়াল নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার, মাছ ধরা খলশুন উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ ধরার ৮ টি খলশুন উচ্ছেদ করে তা পুড়িয়ে দিয়েছে মৎস অফিস।বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষনহাটী রেল ব্রিজের নিচে বড়াল নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেনের নির্দেশে, অভিযান চালায় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি.সাত্তার। 

স্থানীয় ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার বড়াল নদীর রেল ব্রিজের নিচে বাঁশ ও মাছ ধরা খলশুন দিয়ে নদীর স্বাভাবিক স্রোতকে বাধাগ্রস্থ করে মাছ শিকার করছিলেন স্থানীয়রা।

বিষয়টি মৎস্য অফিসের নজরে এলে প্রথমে তাদের বাঁধ দেয়া বাঁশ ও খলশুন তুলে নিতে বলে। মৎস্য অফিসের ওই নিষেধ অমান্য করায় বৃহস্পতিবার বাঁশের বাঁধ অপসারণ করে ৮ টি খলশুন পুড়িয়ে দেন উপজেলা মৎস্য অফিস ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …