রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম রাজাপুর বাজারে অবৈধ কারেন্টজাল বিরুদ্ধে অভিযান 

বড়াইগ্রাম রাজাপুর বাজারে অবৈধ কারেন্টজাল বিরুদ্ধে অভিযান 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে গোপন সংবাদ এর ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। বড়াইগ্রাম উপজেলায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস। এই অভিযানে  সহায়তা করেন বড়াইগ্রাম উপজেলার  সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আব্দুল হালিম, মৎস্য সম্প্রসারণ অফিসার  মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ও বাংলাদেশ সেনাবাহিনির টিম। মোবাইল কোর্ট পরিচালনা কালে মালিকবিহীন প্রায় ৮০০ টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৪০ হাজার মিটার এবং অর্থ মূল্য চার লক্ষ টাকা। পরে কাউকে না পেয়ে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থের জন্য এই অভিযান অব্যাহত থাকবে। 

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …