নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নতুন কোন কর আরোপ ছাড়াই নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১০ লক্ষ ৯১ হাজার ৭৫৩ হাজার টাকা উদ্বৃত্ত রেখে ২১ কোটি ৯৮ লক্ষ ১৩ হাজার ৪৫৩ টাকার বাজেট পেশ করা হয়। বুধবার সকালে পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা জালালউদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম ও অন্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাজেটের অর্থ বরাদ্দে নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে একটি আধুনিক ডিজিটাল পৌর শহর গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …